১ শামুয়েল 22:17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তখন বাদশাহ্‌ তাঁর চারদিকে দণ্ডায়মান সৈন্যদেরকে বললেন, তোমরা ফিরে দাঁড়াও, মাবুদের এই ইমামদের হত্যা কর: কেননা এরাও দাউদকে সাহায্য করে এবং তার পলায়নের কথা জেনেও আমাকে জানায় নি; কিন্তু মাবুদের ইমামদের আক্রমণ করতে বাদশাহ্‌র গোলামেরা সম্মত হল না।

১ শামুয়েল 22

১ শামুয়েল 22:14-23