যারা পরিতৃপ্ত ছিল তারা খাদ্যের জন্য শ্রমজীবী মজুর হল,যারা ক্ষুধিত ছিল তারা বিশ্রাম লাভ করলো;এমন কি, বন্ধ্যা স্ত্রী সাতটি পুত্র প্রসব করলো,আর বহুপুত্রের মা ক্ষীণা হল।