20. পরে শামুয়েল ইসরাইলের সমস্ত বংশকে কাছে আনালে বিন্ইয়ামীন-বংশ নিশ্চিত হল।
21. আর এক এক গোষ্ঠী অনুসারে বিন্ইয়ামীন-বংশকে কাছে আনালে মট্রীয়দের গোষ্ঠী নিশ্চিত হল এবং তার মধ্যে কীশের পুত্র তালুত নিশ্চিত হলেন; কিন্তু খোঁজ করলে তাঁর খোঁজ পাওয়া গেল না।
22. অতএব তারা পুনরায় মাবুদের কাছে জিজ্ঞাসা করলো, সেই ব্যক্তি কি এই স্থানে এসেছে? মাবুদ বললেন, দেখ, সেই ব্যক্তি জিনিসপত্রের মধ্যে লুকিয়ে আছে।