১ বাদশাহ্‌নামা 9:3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

মাবুদ তাঁকে বললেন, তুমি আমার কাছে যে মুনাজাত ও ফরিয়াদ করেছ তা আমি শুনেছি; এই যে গৃহ তুমি নির্মাণ করেছ, এর মধ্যে চিরকালের জন্য আমার নাম স্থাপনার্থে আমি এটি পবিত্র করলাম এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চোখ ও আমার অন্তর থাকবে।

১ বাদশাহ্‌নামা 9

১ বাদশাহ্‌নামা 9:2-12