17. আর সোলায়মান গেষর ও নিম্নস্থিত বৈৎ-হোরোণ,
18. এবং বালৎ, আর দেশের মরুভূমিস্থ তামর,
19. এবং সোলায়মানের সমস্ত ভাণ্ডার-নগর এবং তাঁর রথগুলো ও ঘোড়সওয়ারদের সমস্ত নগর, আর জেরুশালেমে, লেবাননে ও তাঁর অধিকার দেশের সর্বত্র যা যা নির্মাণ করতে সোলায়মানের বাসনা ছিল, তিনি সেসব নির্মাণ করলেন।