টায়ারের বাদশাহ্ হীরম সোলায়মানের সমস্ত বাসনা অনুসারে এরস কাঠ, দেবদারু কাঠ ও সোনা যুগিয়েছিলেন, তাই তখন বাদশাহ্ সোলায়মান হীরমকে গালীল দেশস্থ বিশটি নগর দিলেন।