১ বাদশাহ্‌নামা 8:35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তোমার বিরুদ্ধে তাদের গুনাহ্‌র দরুন যদি আসমান রুদ্ধ হয়, বৃষ্টি না হয়, আর লোকেরা যদি এই স্থানের উদ্দেশে মুনাজাত করে, তোমার নামের প্রশংসা-গজল করে এবং তোমা থেকে দুঃখ পাওয়াতে যার যার গুনাহ্‌ থেকে ফিরে;

১ বাদশাহ্‌নামা 8

১ বাদশাহ্‌নামা 8:31-41