39. আর সে গৃহের দক্ষিণ পাশে পাঁচ পীঠ ও বাম পাশে পাঁচ পীঠ রাখল; আর গৃহের দক্ষিণ পাশে পূর্ব দিকে দক্ষিণ দিকের সম্মুখে সমুদ্র-পাত্র স্থাপন করলো।
40. হীরম ঐ সমস্ত ধোবার পাত্র, হাতা ও বাটি তৈরি করলো।এভাবে হীরম বাদশাহ্ সোলায়মানের জন্য মাবুদের গৃহের যেসব কাজে প্রবৃত্ত হয়েছিল, সেসব সমাপ্ত করলো;
41. অর্থাৎ দু’টি স্তম্ভ ও সেই স্তম্ভের উপরিস্থ মাথলার দু’টি গোলাকার আচ্ছাদন করার দু’টি জালকার্য;
42. আর দু’টি জালকার্যের জন্য চার শত ডালিমের আকার, অর্থাৎ স্তম্ভের উপরিস্থ মাথলার দু’টি গোলাকার আচ্ছাদন করার এক এক জালকার্যের জন্য দুই শ্রেণী ডালিমের আকার;
43. আর দশটি পীঠ ও পীঠের উপরে দশটি ধোবার পাত্র;
44. এবং একটি সমুদ্র-পাত্র ও সমুদ্র-পাত্রের নিচে বারোটি গরু;
45. এবং পাত্র, হাতা ও বাটি; এই যেসব পাত্র হীরম বাদশাহ্ সোলায়মানের জন্য মাবুদের গৃহের জন্য প্রস্তুত করলো, সেসবই তেজোময় ব্রোঞ্জ দ্বারা তৈরি করলো।
46. বাদশাহ্ জর্ডানের অঞ্চলে সুক্কোৎ ও সর্তনের মধ্যস্থিত কাদা মাটিতে তা ঢালাই করলেন।