14. মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।
15. নপ্তালিতে অহীমাস; তিনিও সোলায়মানের এক কন্যা, বাসমৎকে বিয়ে করেন।
16. আশেরে ও বালোতে হূশয়ের পুত্র বানা।
17. ইষাখরে পারূহের পুত্র যিহোশাফট।
18. বিন্যামীনে এলার পুত্র শিমিয়ি।
19. গিলিয়দ দেশে অর্থাৎ আমোরীয়দের বাদশাহ্ সীহোনের ও বাশনের বাদশাহ্ উজের দেশে ঊরির পুত্র গেবর; সেই দেশে তিনিই একমাত্র কর্মকর্তা ছিলেন।
20. এহুদা ও ইসরাইলের লোকসংখ্যা সমুদ্রতীরস্থ বালুকণার মত বহুসংখ্যক ছিল, তারা ভোজন পান করতো ও সুখী ছিল।
21. আর (ফোরাত) নদী থেকে ফিলিস্তিনীদের দেশ ও মিসরের সীমা পর্যন্ত যাবতীয় রাজ্যে সোলায়মান কর্তৃত্ব করতেন; সোলায়মানের সমস্ত জীবনকালে তারা তাঁকে উপঢৌকন দিত এবং তাঁর সেবা করতো।
22. সোলায়মানের প্রত্যেক দিনের আয়োজনীয় দ্রব্য ছিল এই: ত্রিশ কোর মিহি সুজি ও ষাট কোর ময়দা;
23. দশটা পুষ্ট গরু ও মাঠ থেকে আনা কুড়িটা গরু ও এক শত ভেড়া; এছাড়া হরিণ, মৃগী, কালসার ও পুষ্ট পাখি।
24. ফলে, তিনি তিপ্সহ থেকে গাজা পর্যন্ত (ফোরাত) নদীর এই পারস্থ সমস্ত দেশের, নদীর এই পারস্থ সকল বাদশাহ্র উপরে কর্তৃত্ব করতেন; আর তাঁর চারদিকের সমস্ত অঞ্চলে শান্তি ছিল।
25. সোলায়মানের সমস্ত রাজত্বকালে দান থেকে বের্-শেবা পর্যন্ত এহুদা ও ইসরাইল প্রত্যেকে যার যার আঙ্গুরলতা ও নিজ নিজ ডুমর গাছের তলে নির্ভয়ে বাস করতো।
26. সোলায়মানের রথের জন্য চল্লিশ হাজার আস্তাবল ও বারো হাজার ঘোড়সওয়ার ছিল।
27. আর বাদশাহ্ সোলায়মানের জন্য ও বাদশাহ্ সোলায়মানের সঙ্গে ভোজনকারীদের জন্য সেই কর্মকর্তারা প্রত্যেকে যার যার নির্ধারিত মাসে খাদ্য দ্রব্যের আয়োজন করতেন, কিছুরই ত্রুটি করতেন না।
28. তাঁরা প্রত্যেক জন স্ব স্ব কার্যভার অনুসারে ঘোড়া ও দ্রুতগামী বাহনগুলোর জন্য যথাস্থানে যব ও ঘাস আনতেন।
29. আর আল্লাহ্ সোলায়মানকে বিপুল জ্ঞান ও সুক্ষ্মবুদ্ধি এবং সমুদ্রতীরস্থ বালুকণার মত অন্তরের বিস্তীর্ণতা দিলেন।
30. তাতে পূর্বদেশের সমস্ত লোকের জ্ঞান ও মিসরীয়দের যাবতীয় জ্ঞান থেকে সোলায়মানের বেশি জ্ঞান হল।
31. ফলে, তিনি সকল লোক থেকে জ্ঞানবান, ইষ্রাহীয় এথন এবং মাহোলের পুত্র হেমন, কল্কোল ও দর্দা, এঁদের থেকেও বেশি জ্ঞানবান হলেন। চারদিকের সমস্ত জাতির মধ্যে তাঁর সুখ্যাতি হল।