তখন তিনি বিন্হদদের দূতদেরকে বললেন, আমার মালিক বাদশাহ্কে বল, আপনি প্রথমে আপনার গোলামের কাছে যা কিছু বলে পাঠিয়েছিলেন, সেসব আমি করবো; কিন্তু এই কাজ করতে পারি না। পরে দূতেরা প্রস্থান করলো এবং বিন্হদদকে সংবাদ দিল।