১ বাদশাহ্‌নামা 20:42 কিতাবুল মোকাদ্দস (BACIB)

পরে সে তাঁকে বললো, মাবুদ এই কথা বলেন, আমি যে ব্যক্তিকে বিনাশের জন্য বর্জন করেছিলাম, তাকে তুমি তোমার হাত থেকে ছেড়ে দিয়েছ; এজন্য তার প্রাণের পরিবর্তে তোমার প্রাণ ও তার লোকের পরিবর্তে তোমার লোক বিনষ্ট হবে।

১ বাদশাহ্‌নামা 20

১ বাদশাহ্‌নামা 20:40-43