১ বাদশাহ্‌নামা 20:33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

সেই লোকেরা এটি শুভ লক্ষণ বিবেচনা করলো এবং তাঁর মনের ভাব বুঝে তাড়াতাড়ি করে বললো, হ্যাঁ, আপনার ভাই বিন্‌হদদ। তিনি বললেন, তোমরা গিয়ে তাঁকে আন। তাতে বিন্‌হদদ বের হয়ে তাঁর কাছে আসলেন, আর তিনি তাঁকে রথে উঠিয়ে নিলেন।

১ বাদশাহ্‌নামা 20

১ বাদশাহ্‌নামা 20:26-41