১ বাদশাহ্‌নামা 20:28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

পরে আল্লাহ্‌র এক জন লোক এসে ইসরাইলের বাদশাহ্‌কে বললেন, মাবুদ এই কথা বলেন, অরামীয়েরা বলেছে, মাবুদ পর্বতমালার দেবতা, সমভূমির দেবতা নন; এজন্য আমি এ সব মহাজনতাকে তোমার হাতে তুলে দেব, তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।

১ বাদশাহ্‌নামা 20

১ বাদশাহ্‌নামা 20:25-36