পরে সেই নবী ইসরাইলের বাদশাহ্র কাছে এসে বললেন, আপনি গিয়ে নিজেকে বলবান করুন এবং সাবধান হয়ে আপনার কর্তব্য বিবেচনা করুন, কেননা বছর ফিরলে আবার অরামের বাদশাহ্ আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবেন।