১ বাদশাহ্‌নামা 2:7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

কিন্তু গিলিয়দীয় বর্সিল্লয়ের পুত্রদের প্রতি সদয় ব্যবহার করো এবং তোমার সঙ্গে ভোজনকারী লোকদের মধ্যে তাদেরকে স্থান দিও; কেননা তোমার ভাই অবশালোমের সম্মুখ থেকে আমার পলায়নকালে তারা সেভাবেই আমার কাছে এসেছিল।

১ বাদশাহ্‌নামা 2

১ বাদশাহ্‌নামা 2:4-12