১ বাদশাহ্‌নামা 2:30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তাতে বনায় মাবুদের তাঁবুতে গমন করে তাঁকে বললেন, বাদশাহ্‌ এই কথা বলেন, তুমি বাইরে এসো। তিনি বললেন, তা হবে না, আমি এই স্থানে মরবো। তখন বনায় বাদশাহ্‌কে সংবাদ জানিয়ে বললেন, যোয়াব অমুক কথা বলেছেন এবং আমাকে অমুক জবাব দিয়েছেন।

১ বাদশাহ্‌নামা 2

১ বাদশাহ্‌নামা 2:22-31