পরে বৎশেবা আদোনিয়ের জন্য বলতে বাদশাহ্ সোলায়মানের কাছে গেলেন; আর বাদশাহ্ উঠে তাঁর সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সালাম করলেন। পরে তিনি তাঁর সিংহাসনে বসলেন এবং রাজমাতার কারণ আসন স্থাপন করালে তিনিও তাঁর ডান পাশে বসলেন।