বাস্তবিক ইনি নবাটের পুত্র ইয়ারাবিমের সমস্ত পথে চলতেন এবং তিনি যেসব গুনাহ্ দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়ে ইসরাইলের আল্লাহ্ মাবুদকে তাদের অসার মূর্তিগুলো দিয়ে অসন্তুষ্ট করেছিলেন, ইনিও সেসব গুনাহ্র পথে চলতেন।