তাঁর আগে তাঁর পিতা যেসব গুনাহ্ করেছিলেন তিনিও সেসব গুনাহ্র পথে চলতেন; তাঁর পূর্বপুরুষ দাউদের অন্তঃকরণ যেমন ছিল তাঁর অন্তঃকরণ তেমনি তাঁর আল্লাহ্ মাবুদের উদ্দেশে একাগ্র ছিল না।