১ বাদশাহ্‌নামা 15:22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

পরে বাদশাহ্‌ আসা সমস্ত এহুদাকে আহ্বান করলেন, কাউকেও বাদ দিলেন না; রামায় বাশা যে পাথর ও কাঠ দিয়ে গেঁথেছিলেন, তারা তার সবকিছু নিয়ে গেল; আর বাদশাহ্‌ আসা তা দ্বারা বিন্‌-ইয়ামীনের সেবা ও মিস্পা নগর গাঁথলেন।

১ বাদশাহ্‌নামা 15

১ বাদশাহ্‌নামা 15:16-23