তখন বাদশাহ্ আল্লাহ্র লোককে বললেন, আমার হাত যেন পুনরায় সুস্থ হয়, এজন্য আপনি আপনার আল্লাহ্ মাবুদের কাছে রহমত যাচ্ঞা করুন, আমার জন্য মুনাজাত করুন। তাতে আল্লাহ্র লোক মাবুদের কাছে যাচ্ঞা করলেন, আর বাদশাহ্র হাত পুনরায় সুস্থ হল, আগের মত হল।