১ বাদশাহ্‌নামা 12:23-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. তুমি সোলায়মানের পুত্র এহুদার বাদশাহ্‌ রহবিয়াম, এহুদার ও বিন্‌ইয়ামীনের সমস্ত কুল এবং অবশিষ্ট লোকদেরকে বল,

24. মাবুদ এই কথা বলেন, তোমরা যাত্রা করো না, তোমাদের ভাইদের সঙ্গে বনি-ইসরাইলদের সঙ্গে যুদ্ধ করো না; প্রত্যেকে যার যার বাড়িতে ফিরে যাও, কেননা এই ঘটনা আমা থেকে হল। অতএব তারা মাবুদের কালাম মেনে মাবুদের হুকুম অনুসারে ফিরে গেল।

25. পরে ইয়ারাবিম পর্বতময় আফরাহীম প্রদেশস্থ শিখিম নির্মাণ করে সেখানে বাস করলেন; সেই স্থান থেকে যাত্রা করে পনূয়েল নির্মাণ করলেন।

26. আর ইয়ারাবিম মনে মনে বললেন, এবার হয়তো রাজ্য আবার দাউদ-কুলের হাতে ফিরে যাবে।

১ বাদশাহ্‌নামা 12