১ বাদশাহ্‌নামা 10:5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

এবং তাঁর টেবিলের খাদ্যদ্রব্য ও তাঁর কর্মকর্তাদের উপবেশন ও দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী ও তাদের পরিচ্ছদ এবং তাঁর পানপাত্র-বাহকদের ও মাবুদের গৃহে উঠবার জন্য তাঁর নির্মিত সিঁড়ি, এসব দেখে স্তম্ভিত হয়ে গেলেন।

১ বাদশাহ্‌নামা 10

১ বাদশাহ্‌নামা 10:1-9