তখন বাদশাহ্ দাউদ জবাবে বললেন, বৎশেবাকে আমার কাছে ডেকে আন। তিনি বাদশাহ্র কাছে এসে বাদশাহ্র সম্মুখে দাঁড়ালেন।