এজন্য তাঁর গোলামেরা তাঁকে বললো, আমাদের মালিক বাদশাহ্র জন্য একটি যুবতী কুমারীর খোঁজ করা হোক; সে বাদশাহ্র সম্মুখে দাঁড়িয়ে তাঁর সেবা-যত্ন করুক এবং আমাদের মালিক বাদশাহ্র শরীর যেন উষ্ণ হয়, সেজন্য তাঁর বক্ষঃস্থলে শয়ন করুক।