১ পিতর 5:3-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. তোমার অধীনস্থ লোকদের উপর প্রভুত্ব করো না কিন্তু পালের আদর্শ হয়েই দায়িত্ব পালন কর।

4. তাতে প্রধান পালক যখন প্রকাশিত হবেন তখন তোমরা এমন মহিমার মুকুট পাবে যা কখনও ম্লান হবে না।

5. সেভাবে হে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও; আর তোমরা সকলেই এক জন অন্যের সেবা করার জন্য নম্রতার পোশাক পর; কেননা“আল্লাহ্‌ অহঙ্কারীদের প্রতিরোধ করেন,কিন্তু নম্রদেরকে রহমত দান করেন।”

১ পিতর 5