3. যদি তোমরা এমন আস্বাদ পেয়ে থাক যে, প্রভু মঙ্গলময়,
4. তবে তোমরা তাঁরই কাছে— জীবন্ত পাথরের কাছে এসো, যিনি মানুষ কর্তৃক অগ্রাহ্য, কিন্তু আল্লাহ্র দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য সম্পদ।
5. তোমরা তাঁর কাছে এসেছ বিধায় তোমাদের জীবন্ত পাথরের মত রূহানিক গৃহ হিসেবে গেঁথে তোলা যাচ্ছে, যেন পবিত্র ইমামবর্গ হয়ে ঈসা মসীহ্ দ্বারা আল্লাহ্র গ্রাহ্য রূহানিক কোরবানী দিতে পার।
6. কেননা পাক-কিতাবে এই কথা পাওয়া যায়,“দেখ, আমি সিয়োনে কোণের একমনোনীত মহামূল্য পাথর স্থাপন করি;তাঁর উপর যে ঈমান আনে,সে লজ্জিত হবে না।”
7. অতএব তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের কাছে ঐ পাথর মহা মূল্যবান; কিন্তু যারা ঈমান আনে না, তাদের জন্য—“যে পাথর রাজমিস্ত্রিরা অগ্রাহ্য করেছে,তা-ই কোণের প্রধান পাথর হয়ে উঠলো;”
8. আবার তা হয়ে উঠলো,“এমন পাথর যাতে লোকে উচোট খায়ও এমন পাষাণ যাতে লোকে বাধা পায়।”কালামের অবাধ্য হওয়াতে তারা মনে বাধা পায় এবং এরই জন্য তারা ঠিক হয়ে আছে।
9. কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় ইমামবর্গ, পবিত্র জাতি, আল্লাহ্র নিজস্ব লোকবৃন্দ যেন তাঁরই প্রশংসা ঘোষণা কর,” যিনি তোমাদেরকে অন্ধকার থেকে তাঁর আশ্চর্য নূরের মধ্যে আহ্বান করেছেন।
10. আগে তোমরা “আল্লাহ্র লোক ছিলে না, কিন্তু এখন তাঁর লোক হয়েছ; আগে করুণা পাও নি, কিন্তু এখন করুণা পেয়েছ।”