১ পিতর 1:22-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. এখন, তোমরা সত্যের প্রতি বাধ্য হয়ে নিজ নিজ প্রাণকে বিশুদ্ধ করেছ, যেন ভাইদের প্রতি তোমাদের মহব্বত অকপট হয় এবং তোমরা অন্তঃকরণে পরষ্পরকে একাগ্রভাবে মহব্বত কর;

23. কারণ তোমরা ক্ষয়শীল বীর্য থেকে নয়, কিন্তু অক্ষয় বীর্য থেকে আল্লাহ্‌র জীবন্ত ও চিরস্থায়ী কালাম দ্বারা নতুন জন্ম পেয়েছ।

24. কেননা“মানুষ মাত্র ঘাসের মতও তার সমস্ত সৌন্দর্য ফুলের মত;ঘাস শুকিয়ে গেল এবং ফুল ঝরে পড়লো,

25. কিন্তু প্রভুর কালাম চিরকাল থাকে।”আর এই সেই সুসমাচারের কালাম, যা তোমাদের কাছে তবলিগ করা হয়েছে।

১ পিতর 1