21. কিন্তু সমস্ত বিষয় পরীক্ষা করে দেখ; যা ভাল, তা ধরে রাখ।
22. সব রকম মন্দ বিষয় থেকে দূরে থাক।
23. আর শান্তির আল্লাহ্ নিজে তোমাদেরকে সর্বতোভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমপূর্ণ রূহ্, প্রাণ ও দেহ আমাদের ঈসা মসীহের আগমন কালে অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।
24. যিনি তোমাদেরকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনিই তা করবেন।
25. ভাইয়েরা, আমাদের জন্য মুনাজাত কর।