১ থিষলনীকীয় 5:16-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. সতত আনন্দ কর;

17. অবিরত মুনাজাত কর;

18. সমস্ত বিষয়ে শুকরিয়া জানাও; কারণ মসীহ্‌ ঈসাতে এ-ই তোমাদের জন্য আল্লাহ্‌র ইচ্ছা।

19. রূহ্‌কে নিভিয়ে ফেলবে না।

20. নবীদের বাণী তুচ্ছ করো না।

21. কিন্তু সমস্ত বিষয় পরীক্ষা করে দেখ; যা ভাল, তা ধরে রাখ।

22. সব রকম মন্দ বিষয় থেকে দূরে থাক।

23. আর শান্তির আল্লাহ্‌ নিজে তোমাদেরকে সর্বতোভাবে পবিত্র করুন; এবং তোমাদের সমপূর্ণ রূহ্‌, প্রাণ ও দেহ আমাদের ঈসা মসীহের আগমন কালে অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।

24. যিনি তোমাদেরকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনিই তা করবেন।

১ থিষলনীকীয় 5