1. পৌল, আমাদের নাজাতদাতা আল্লাহ্র এবং আমাদের প্রত্যাশা-ভূমি মসীহ্ ঈসার হুকুম অনুসারে, মসীহ্ ঈসার প্রেরিত—
2. ঈমান সম্বন্ধে আমার প্রকৃত সন্তান তীমথির সমীপে। পিতা আল্লাহ্ ও আমাদের প্রভু মসীহ্ ঈসার কাছ থেকে রহমত, করুণা ও শান্তি বর্ষিত হোক।
3. ম্যাসিডোনিয়ায় যাবার সময়ে যেমন আমি তোমাকে অনুরোধ করেছিলাম যে, তুমি ইফিষে থেকে কতগুলো লোককে এই হুকুম দাও, যেন তারা অন্য রকম শিক্ষা না দেয়,