32. আর তাদের জ্ঞাতি কহাতীয়দের সন্তানদের মধ্যে কিছু লোক প্রতি বিশ্রামবারে দর্শন-রুটি প্রস্তুত করতে নিযুক্ত ছিল।
33. কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়করা, তাঁরা কুঠরীতে (থাকতেন এবং অন্য কাজ থেকে) মুক্ত ছিলেন, কেননা তাঁরা দিন রাত তাদের কাজে নিযুক্ত থাকতেন।
34. এঁরা নিজ নিজ বংশানুসারে লেবীয়দের পিতৃকুলপতি, প্রধান লোক; এঁরা জেরুশালেমে বাস করতেন।
35. আর গিবিয়োনের পিতা যিয়ীয়েল গিবিয়োনে বাস করতেন, তাঁর স্ত্রীর নাম মাখা।
36. তাঁর জ্যেষ্ঠ পুত্র অব্দোন, পরে সূর, কীশ, বাল, নের, নাদব,
37. গাদোর, অহিয়ো, জাকারিয়া ও মিক্লোৎ।
38. মিক্লোতের পুত্র শিমিয়াম; এঁরাও নিজেদের ভাইদের সম্মুখে জেরুশালেমে নিজেদের ভাইদের কাছে বাস করতেন।
39. আর নেরের পুত্র কীশ, কীশের পুত্র তালুত, তালুতের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
40. যোনাথনের পুত্র মরীব্-বাল, মরীব্-বালের পুত্র মীখা।
41. মিকাহ্র সন্তান পিথোন, মেলক, তহরেয় (ও আহস)।
42. আহসের পুত্র যারঃ, যারের পুত্র আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি এবং সিম্রির পুত্র মোৎসা,
43. মোৎসার পুত্র বিনিয়া, তার পুত্র রফায়, তার পুত্র ইলীয়াসা, তার পুত্র আৎসেল।
44. আৎসেলের ছয় পুত্র, তাদের নাম এই— অস্রীকাম, বোখরূ, ইসমাইল, শিয়রিয়, ওবদিয় ও হানান; এরা আৎসেলের সন্তান।