31. গদোর, অহিয়ো ও সখর।
32. আর মিল্কোতের পুত্র শিমিয়। এরাও তাদের ভাইদের সম্মুখে তাদের কাছে জেরুশালেমে বাস করতেন।
33. নেরের পুত্র কীশ, কীশের পুত্র তালুত, তালুতের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
34. আর যোনাথনের পুত্র মরীব্-বাল ও মরীব্-বালের পুত্র মীখা।
35. আর মিকাহ্র সন্তান পিথোন, মেলক, তরেয় ও আহস।