28. এঁরা পিতৃকুলপতি বলে যার যার বংশ-তালিকা অনুসারে এঁরা প্রধান ছিলেন, এঁরা জেরুশালেমে বাস করতেন।
29. আর গিবিয়োনের পিতা (যিয়ীয়েল) গিবিয়োনে বাস করতেন, তাঁর স্ত্রীর নাম মাখা।
30. তাঁর জ্যেষ্ঠ পুত্র অব্দোন, অপর সূর, কীশ, বাল, নাদব,
31. গদোর, অহিয়ো ও সখর।
32. আর মিল্কোতের পুত্র শিমিয়। এরাও তাদের ভাইদের সম্মুখে তাদের কাছে জেরুশালেমে বাস করতেন।
33. নেরের পুত্র কীশ, কীশের পুত্র তালুত, তালুতের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
34. আর যোনাথনের পুত্র মরীব্-বাল ও মরীব্-বালের পুত্র মীখা।
35. আর মিকাহ্র সন্তান পিথোন, মেলক, তরেয় ও আহস।