26. আর যিরোহমের সন্তান শিম্শরয়, শহরিয়, অথলিয়,
27. যারিশিয়, ইলিয়াস ও সিখ্রি।
28. এঁরা পিতৃকুলপতি বলে যার যার বংশ-তালিকা অনুসারে এঁরা প্রধান ছিলেন, এঁরা জেরুশালেমে বাস করতেন।
29. আর গিবিয়োনের পিতা (যিয়ীয়েল) গিবিয়োনে বাস করতেন, তাঁর স্ত্রীর নাম মাখা।
30. তাঁর জ্যেষ্ঠ পুত্র অব্দোন, অপর সূর, কীশ, বাল, নাদব,
31. গদোর, অহিয়ো ও সখর।
32. আর মিল্কোতের পুত্র শিমিয়। এরাও তাদের ভাইদের সম্মুখে তাদের কাছে জেরুশালেমে বাস করতেন।
33. নেরের পুত্র কীশ, কীশের পুত্র তালুত, তালুতের পুত্র যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।
34. আর যোনাথনের পুত্র মরীব্-বাল ও মরীব্-বালের পুত্র মীখা।
35. আর মিকাহ্র সন্তান পিথোন, মেলক, তরেয় ও আহস।
36. আহসের সন্তান যিহোয়াদা, যিহোয়াদার সন্তান আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি; সিম্রির সন্তান মোৎসা।
37. মোৎসার পুত্র বিনিয়া, তার পুত্র রফায়, তার পুত্র ইলীয়াসা, তার পুত্র আৎসেল।
38. আৎসেলের ছয় পুত্র; তাদের নাম এই— অস্রীকাম, বোখরূ, ইসমাইল, শিয়রিয়, ওবদিয় ও হানান;
39. এরা সকলে আৎসেলের সন্তান। আর তার ভাই এশকের সন্তান জ্যেষ্ঠ পুত্র ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট।
40. আর ঊলমের পুত্ররা বলবান বীর ও তীরন্দাজ ছিল এবং তাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন, এরা সকলে বিন্ইয়ামীন-সন্তান।