1. বিন্ইয়ামীনের জ্যেষ্ঠ পুত্র বেলা, দ্বিতীয় অস্বেল ও তৃতীয় অহর্হ,
2. চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
3. আর বেলার সন্তান অদ্দর, গেরা, অবীহূদ,
4. অবীশূয়, নামান, আহোহ,
5. গেরা, শফূফল ও হূরম।
6. এহূদের সন্তানেরা হল এই: এঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে এঁদের বন্দী করে মানহতে নিয়ে যাওয়া হল।
7. আর তিনি নামান, অহিয় ও গেরা, এঁঁদেরকে বন্দী করে নিয়ে গেলেন; তাঁর পুত্র উষঃ ও অহীহূদ।
8. আর তিনি তাঁদেরকে বিদায় করার পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রদেরকে জন্ম দিলেন, তাঁর স্ত্রীর হূশীম ও বারা।
9. আর তাঁর হোদশ নামিকা স্ত্রী গর্ভজাত পুত্র যোবব, সিবিয়, মেশা, মল্কম,
10. যিয়ুশ, শখিয় ও মির্ম; তাঁর এই পুত্রেরা পিতৃকুলপতি ছিলেন।
11. আর হূশীমের গর্ভজাত তাঁর পুত্র অহীটূব ও ইল্পাল।
12. আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগরগুলোর পত্তনকারী শেমদ,