বেলার সন্তান ইষ্বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ও ঈরী— এই পাঁচ জন। এরা পিতৃকুলের প্রধান ও বলবান বীর ছিল এবং বংশ-তালিকা অনুসারে তাদের সংখ্যা বাইশ হাজার চৌত্রিশ জন।