30. আশেরের সন্তান যিম্ন, যিশ্বাঃ যিশ্বী ও বরীয় এবং তাদের বোন সেরহ।
31. বরীয়ের সন্তান হেবর ও বির্ষোতের পিতা মল্কিয়েল।
32. হেবরের সন্তান যফ্লেট, শোমের ও হোথম এবং এদের বোন শূয়া।
33. যফ্লেটের সন্তান পাসক, বিম্হল ও অশ্বৎ, এসব যফ্লেটের সন্তান।
34. আর শেমরের সন্তান অহি, রোগহ, যিহুব্ব ও অরাম।
35. তার ভাই হেলমের সন্তান শোফহ, যিম্না, শেলশ ও আমল।
36. সোফহের সন্তান সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী ও যিম্র;
37. বেৎসর, হোদ, শম্ম, শিল্শ, যিত্রণ ও বেরা।
38. আর যেথরের সন্তান যিফুন্নি, পিস্প ও অরা।
39. আর উল্লের সন্তান আরহ, হন্নীয়েল ও রিৎসিয়।
40. এরা সকলে আশেরের সন্তান, নিজ নিজ পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, নেতাদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশ-তালিকা অনুসারে এদের জনসংখ্যা ছাব্বিশ হাজার ছিল।