১ খান্দাননামা 7:20-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. আর আফরাহীমের সন্তান শূথেলহ, তার পুত্র বেরদ, তার পুত্র তহৎ, তার পুত্র ইলিয়াদা, তার পুত্র তহৎ,

21. তার পুত্র সাবদ, তার পুত্র শূথেলহ; আর এৎসর ও ইলিয়দ, দেশজাত গাতের লোকেরা তাদেরকে হত্যা করলো; কেননা তারা ওদের পশু হরণ করার জন্য নেমে এসেছিল।

22. তখন তাদের পিতা আফরাহীম অনেক দিন পর্যন্ত শোক করলেন এবং তার ভাইয়েরা তাঁকে সান্ত্বনা দিতে আসলেন।

23. পরে তিনি তাঁর স্ত্রীর কাছে গমন করলেন তাতে তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে পুত্র প্রসব করলে তিনি তার নাম বরীয় (অমঙ্গল) রাখলেন, কেননা তখন তাঁর বাড়িতে অমঙ্গল ঘটেছিল।

১ খান্দাননামা 7