11. এরা সকলেই যিদীয়েলের সন্তান, স্ব স্ব পিতৃকুলের প্রধান অনুসারে বলবান বীর ছিল, সৈন্য দলে যুদ্ধে গমনযোগ্য সতেরো হাজার দুই শত লোক।
12. আর ঈরের সন্তান শুপ্পীম ও হুপ্পীম, অহেরের সন্তান হূশীম।
13. নপ্তালির সন্তান যহসিয়েল, গূনি, যেৎসর ও শল্লূম, এরা বিল্হার সন্তান।
14. মানশার সন্তান অস্রীয়েল; (তাঁর স্ত্রী) একে প্রসব করলেন। তাঁর অরামীয়া উপপত্নী গিলিয়দের পিতা মাখীরকে প্রসব করলো;
15. আর মাখীর হুপ্পীম ও শুপ্পীমের আত্মীয় এক স্ত্রীকে বিয়ে করলো। আর তার বোনের নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েকটি কন্যা ছিল।
16. মাখীরের স্ত্রী মাখা পুত্র প্রসব করে তার নাম পেরশ রাখল ও তার ভাইয়ের নাম শেরশ এবং এর পুত্রদের নাম ঊলম ও রেকম।
17. আর ঊলমের সন্তান বদান। এসব মানশার পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তান।