১ খান্দাননামা 7:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ইষাখরের সন্তান তোলয় ও পূয়, যাশূব ও শিম্রোণ, এই চার জন।

2. তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্‌সম ও শামুয়েল, এরা তোলয়ের বংশজাত, নিজ নিজ পিতৃকুলের প্রধান ও যার যার সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল, দাউদের সময়ে তারা সংখ্যায় বাইশ হাজার ছয় শত জন ছিল।

3. উষির সন্তান যিষ্রাহিয়; আর যিষ্রাহিয়ের সন্তান মিকাইল; ওবদিয়, যোয়েল ও যিশিয়— এই পাঁচ জন। এঁরা সকলে প্রধান লোক ছিলেন।

১ খান্দাননামা 7