9. অহীমাসের পুত্র অসরিয়, অসরিয়ের পুত্র যোহানন,
10. যোহাননের পুত্র অসরিয়; ইনি জেরুশালেমে সোলায়মানের নির্মিত গৃহে ইমামের কাজ করতেন।
11. আর অসরিয়ের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব,
12. অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র শল্লুম,
13. শল্লুমের পুত্র হিল্কিয়, হিল্কিয়ের পুত্র অসরিয়,
14. অসরিয়ের পুত্র সরায় ও সরায়ের পুত্র যিহোষাদক।
15. যে সময়ে মাবুদ বখতে-নাসারের হাত দিয়ে এহুদা ও জেরুশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই সময় এই যিহোষাদকও গেলেন।
16. লেবির সন্তান গের্শোম, কহাৎ ও মরারি।
17. আর গের্শোমের সন্তানদের নাম এই: লিব্নি ও শিমিয়ি।
18. আর কহাতের সন্তান অম্রাম, যিষ্হর, হেবরন ও উষীয়েল।