3. ইমরানের সন্তান হারুন, মূসা এবং মরিয়ম; আর হারুনের সন্তান নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।
4. ইলিয়াসরের পুত্র পীনহস, পীনহসের পুত্র অবিশূয়,
5. অবিশূয়ের পুত্র বুক্কি, বুক্কির পুত্র উষি,
6. উষির পুত্র সরহিয়, সরহিয়ের পুত্র মরায়োৎ,
7. মরায়োতের পুত্র অমরিয়, অমরিয়ের পুত্র অহীটূব,
8. অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র অহীমাস,
9. অহীমাসের পুত্র অসরিয়, অসরিয়ের পুত্র যোহানন,
10. যোহাননের পুত্র অসরিয়; ইনি জেরুশালেমে সোলায়মানের নির্মিত গৃহে ইমামের কাজ করতেন।