22. কহাতের সন্তান— তাঁর পুত্র অম্মীনাদব, তাঁর পুত্র কারুন, তাঁর পুত্র অসীর,
23. তাঁর পুত্র ইলকানা, তাঁর পুত্র ইবীয়াসফ, তাঁর পুত্র অসীর,
24. তাঁর পুত্র তহৎ, তাঁর পুত্র ঊরীয়েল, তাঁর পুত্র ঊষিয়, তাঁর পুত্র শৌল।
25. ইল্কানার সন্তান অমাসয় ও অহীমোৎ।
26. ইল্কানা; ইল্কানার সন্তান তাঁর পুত্র সোফী, তাঁর পুত্র নহৎ,
27. তাঁর পুত্র ইলীয়াব, তাঁর পুত্র যিরোহম, তাঁর পুত্র ইল্কানা।
28. শামুয়েলের সন্তান, তাঁর জ্যেষ্ঠ পুত্র (যোয়েল) ও দ্বিতীয় অবিয়।
29. মরারির সন্তান মহলি, তাঁর পুত্র লিব্নি, তাঁর পুত্র শিমিয়ি, তাঁর পুত্র উষঃ,