19. মরারির সন্তান মহলি ও মূশি। নিজ নিজ পিতৃকুল অনুসারে এসব লেবীয়দের গোষ্ঠী।
20. গের্শোমের (সন্তান); তাঁর পুত্র লিব্নি,
21. তাঁর পুত্র যহৎ, তাঁর পুত্র সিম্ম, তাঁর পুত্র যোয়াহ, তাঁর পুত্র ইদ্দো, তাঁর পুত্র সেরহ, তাঁর পুত্র যিয়ত্রয়।
22. কহাতের সন্তান— তাঁর পুত্র অম্মীনাদব, তাঁর পুত্র কারুন, তাঁর পুত্র অসীর,
23. তাঁর পুত্র ইলকানা, তাঁর পুত্র ইবীয়াসফ, তাঁর পুত্র অসীর,
24. তাঁর পুত্র তহৎ, তাঁর পুত্র ঊরীয়েল, তাঁর পুত্র ঊষিয়, তাঁর পুত্র শৌল।
25. ইল্কানার সন্তান অমাসয় ও অহীমোৎ।
26. ইল্কানা; ইল্কানার সন্তান তাঁর পুত্র সোফী, তাঁর পুত্র নহৎ,
27. তাঁর পুত্র ইলীয়াব, তাঁর পুত্র যিরোহম, তাঁর পুত্র ইল্কানা।
28. শামুয়েলের সন্তান, তাঁর জ্যেষ্ঠ পুত্র (যোয়েল) ও দ্বিতীয় অবিয়।
29. মরারির সন্তান মহলি, তাঁর পুত্র লিব্নি, তাঁর পুত্র শিমিয়ি, তাঁর পুত্র উষঃ,
30. তাঁর পুত্র শিমিয়, তাঁর পুত্র হগিয়, তাঁর পুত্র অসায়।
31. শরীয়ত-সিন্দুক নির্দিষ্ট স্থানে স্থাপিত হওয়ার পর দাউদ কিছু লোককে মাবুদের গৃহে গজলের কাজে নিযুক্ত করলেন।
32. তারা সোলায়মান যে পর্যন্ত জেরুশালেমে মাবুদের গৃহ নির্মাণ না করেন, সে পর্যন্ত তাঁরা জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর সম্মুখে গজল পরিবেশন করে পরিচর্যা করতেন ও নিজ নিজ পালা অনুসারে নিজ নিজ কাজে নিযুক্ত থাকতেন।