15. যে সময়ে মাবুদ বখতে-নাসারের হাত দিয়ে এহুদা ও জেরুশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই সময় এই যিহোষাদকও গেলেন।
16. লেবির সন্তান গের্শোম, কহাৎ ও মরারি।
17. আর গের্শোমের সন্তানদের নাম এই: লিব্নি ও শিমিয়ি।
18. আর কহাতের সন্তান অম্রাম, যিষ্হর, হেবরন ও উষীয়েল।
19. মরারির সন্তান মহলি ও মূশি। নিজ নিজ পিতৃকুল অনুসারে এসব লেবীয়দের গোষ্ঠী।
20. গের্শোমের (সন্তান); তাঁর পুত্র লিব্নি,
21. তাঁর পুত্র যহৎ, তাঁর পুত্র সিম্ম, তাঁর পুত্র যোয়াহ, তাঁর পুত্র ইদ্দো, তাঁর পুত্র সেরহ, তাঁর পুত্র যিয়ত্রয়।
22. কহাতের সন্তান— তাঁর পুত্র অম্মীনাদব, তাঁর পুত্র কারুন, তাঁর পুত্র অসীর,
23. তাঁর পুত্র ইলকানা, তাঁর পুত্র ইবীয়াসফ, তাঁর পুত্র অসীর,
24. তাঁর পুত্র তহৎ, তাঁর পুত্র ঊরীয়েল, তাঁর পুত্র ঊষিয়, তাঁর পুত্র শৌল।
25. ইল্কানার সন্তান অমাসয় ও অহীমোৎ।