১ খান্দাননামা 4:4-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আর গাদোরের পিতা পনূয়েল ও হূশের পিতা এসর। এরা বেথেলহেমের পিতা ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র হূরের সন্তান।

5. তকোয়ের পিতা অসহূরের দুই স্ত্রী ছিল, হিলা ও নারা।

6. নারা তার ঔরসে অহুষম, হেফর, তৈমিনি ও অহষ্টরিকে প্রসব করলো। এসব নারার সন্তান।

১ খান্দাননামা 4