১ খান্দাননামা 4:25-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. যারীব, সেরহ, শৌল। তার পুত্র শল্লুম, তার পুত্র মিব্‌সম, তার পুত্র মিশ্‌ম।

26. মিশ্‌মের সন্তান — তার পুত্র হম্মুয়েল, তার পুত্র শক্কুর, তার পুত্র শিময়ি।

27. শিময়ির ষোলটি পুত্র ও ছয়টি কন্যা ছিল, কিন্তু তার ভাইদের অনেক সন্তান ছিল না এবং তাদের সমস্ত গোষ্ঠী এহুদা-বংশের লোকদের মত বৃদ্ধি পেল না।

28. তারা বের-শেবাতে, মোলাদাতে, হৎসর-শূয়ালে,

29. বিলহাতে, এৎসমে, তোলদে,

30. বথূয়েলে, হর্মাতে, সিক্লগে, বৈৎ-মর্কাবোতে, হৎসর-সূষীমে,

১ খান্দাননামা 4