১ খান্দাননামা 4:11-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. শূহের ভাই কলূবের পুত্র মহীর, সে ইষ্টোনের পিতা।

12. ইষ্টোনের পুত্র বৈৎরাফা ও পাসেহ এবং ঈরনাহসের পিতা তহিন্ন; এরা সকলে রেকার লোক।

13. আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায় এবং অৎনীয়েলের পুত্র হথৎ।

14. আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসীদের পিতা যোয়াব, কেননা তারা শিল্পকার ছিল।

15. আর যিফুন্নির পুত্র কালেবের সন্তান— ঈরূ, এলা ও নয়ম এবং এলার সন্তানরা ও কনস।

16. আর যিহলিলেলের সন্তান— সীফ, সীফা ও তীরিয় ও অসারেল।

17. আর উযায়েরের সন্তান— যেথর, মেরদ, এফর ও যালোন এবং (মেরদের মেস্রীয়া স্ত্রীর) গর্ভে মরিয়ম, শম্ময় ও ইষ্টিমোয়ের পিতা যিশবহ জন্ম লাভ করলো।

১ খান্দাননামা 4