4. হেবরনে তাঁর ছয় পুত্র জন্মে এবং দাউদ সেই স্থানে সাত বছর ছয় মাস রাজত্ব করেন, পরে জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করেন।
5. আর তাঁর এসব পুত্র জেরুশালেমে জন্মে; শিমিয়, শোবব, নাথন ও সোলায়মান, এই চার জন অম্মীয়েলের কন্যা বৎ-সূয়ার সন্তান।
6. আর যিভর, ইলীশামা, ইলীফেলট,
7. নোগহ, নেফগ, যাফিয়,
8. ইলীশামা, ইলীয়াদাও ইলীফেলট, এই নয় জন।
9. এরা সকলে দাউদের পুত্র, উপপত্নীদের সন্তানদের থেকে এরা ভিন্ন; আর তামর এদের বোন।
10. সোলায়মানের পুত্র রহবিয়াম; তাঁর পুত্র অবিয়; তাঁর পুত্র আসা; তাঁর পুত্র যিহোশাফট;
11. তাঁর পুত্র যোরাম; তাঁর পুত্র অহসিয়; তাঁর পুত্র যোয়াশ;